অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফরম পূরণ করার নিয়ম ২০২৩
জানুন কিভাবে অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফরম পূরণ করবেন, কি কি কাগজপত্র লাগবে, জন্ম নিবন্ধন ফরম পূরণ করার নিয়ম ও আবেদন ফি কত।
আপনি যদি আপনার শিশু বা অন্য কারো জন্ম নিবন্ধন করতে চান, এই পোস্টটি আপনার জন্য অনেক কাজে আসবে। কারণ অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন ফরম (Jonmo Nibondhon Abedon Form Online) পূরণ করতে কি কি লাগবে এবং নির্ভুলভাবে অনলাইনে জন্ম নিবন্ধন ফরম পূরণ করার নিয়ম ছবিসহ বিস্তারিত দেখানো হলো।
বর্তমানে আর হাতে লেখা জন্ম নিবন্ধন ফরম পূরণ করে আবেদন করা যায়না। আপনাকে অবশ্যই অনলাইনে জন্ম নিবন্ধন ফরম পূরন করতে হবে।
এক নজরে সম্পূর্ণ লেখা
নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন
অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার জন্য https://bdris.gov.bd/br/application সাইটে ভিজিট করুন। এরপর যে ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করবেন তা সিলেক্ট করে জন্ম নিবন্ধন ফরমে নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম, ঠিকানা পূরণ করে আবেদন করতে হবে। তারপর আবেদনের প্রিন্ট কপি ইউনিয়ন পরিষদে জমা দিন।
জন্ম নিবন্ধন আবেদন নতুন লিংকঃ-https://bdris.gov.bd/br/application
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুসারে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক।
কোন অসুবিধার কারণে ৪৫ দিনের মধ্যে করতে না পারলেও আমার পরামর্শ থাকবে আপনার শিশুর ৫ বছরের মধ্যে অবশ্যই জন্ম নিবন্ধন (Jonmo Nibondhon) করিয়ে নিবেন।
অন্যথায়, ৫ বছর বয়স অতিক্রান্ত হলে জন্ম নিবন্ধন করতে অনেক অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন হয় এবং ঝামেলা পোহাতে হয়।
নতুন জন্ম নিবন্ধনের আবেদন, সংশোধন ও অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে নিচের দেয়া লিংকে পড়ুন।
জন্ম নিবন্ধন করতে কি কি লাগে
-
ইপিআই টিকা কার্ড বা হাসপাতালের ছাড়পত্র
-
হোল্ডিং ট্যাক্সের রশিদ অথবা জমির খাজনা পরিশোধের রশিদ
-
আবেদনকারী পিতা বা মাতার মোবাইল নম্বর
শিশুর বয়সভেদে প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হতে পারে। জন্ম নিবন্ধন করার নিম্মোক্ত কাগজপত্র প্রয়োজন হবে;
শিশুর বয়স ০ থেকে ৪৫ দিনের মধ্যে হলেঃ
-
ইপিআই (টিকা) কার্ড বা হাসপাতালের ছাড়পত্র
-
বাসার হোল্ডিং নম্বর এবং হাল সনের হোল্ডিং ট্যাক্সের রশিদ
-
আবেদনকারী পিতা-মাতা/ অভিভাবকের মোবাইল নম্বর
-
পিতা ও মাতার ডিজিটাল বা অনলাইন জন্ম নিবন্ধন কপি (যদি থাকে)
-
পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি (যদি থাকে)
শিশুর বয়স ৪৬ থেকে ৫ বছর হলেঃ
-
ইপিআই (টিকা) কার্ড / স্বাস্থ্য কর্মীর প্রত্যায়নপত্র (স্বাক্ষর ও সীলসহ)
-
পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন কপি (যদি থাকে)
-
পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি (যদি থাকে)
-
প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র (স্বাক্ষর ও সীলসহ)
-
বাসার হোল্ডিং নম্বর এবং হাল সনের হোল্ডিং ট্যাক্সের রশিদ
-
আবেদনকারী পিতা-মাতা/ অভিভাবকের মোবাইল নম্বর
-
Jonmo nibondhon form online আবেদন ফরম জমা দেয়ার সময় ১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি।
৫ বছরের বেশি শিশু বা ব্যক্তির জন্যঃ
-
পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
-
পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন কপি (যদি থাকে)
-
পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি (যদি থাকে)
-
অথবা, জন্মস্থান বা স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র
-
অথবা, জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)
অনলাইন জন্ম নিবন্ধন
নতুন জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করার নিয়ম
আমাদের অনেকেই জানেন না জন্ম নিবন্ধন কোথায় করতে হয়। তাই এই ব্লগে আমি সব কিছু বিস্তারিত শেয়ার করলাম।
জন্ম নিবন্ধন অনলাইন আবেদনের পুরাতন ওয়েবসাইটটি পরিবর্তন করে নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। বর্তমানে জন্ম নিবন্ধন নতুন লিংক হচ্ছে – https://bdris.gov.bd/
জন্ম নিবন্ধন আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১: নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি ও জন্মস্থানের ঠিকানা