প্রশ্ন ও উত্তর দিয়ে জিতে নিন পুরষ্কার, বিস্তারিত জানতে এখানে দেখুন!

নীতিমালা

সর্বশেষ আপডেটঃ ১৫/০২/২০২২ইং

ইপ্রশ্ন ডটকম হল মাতৃভাষায় সহজে সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম। যেখানে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কৌতুহল মূলক অজানা প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর খুজে পাওয়ার পাশাপাশি অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করে। এই অনলাইন ভিত্তিক কমিউনিটিতে বিভিন্ন মতের মানুষের সমাগম হবে - এটাই স্বাভাবিক। তাই কমিউনিটির শৃঙ্খলার জন্য সকল সদস্যকে কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। সকল সদস্য যাতে ইপ্রশ্ন কমিউনিটিকে সবার জন্য নিরাপদ ও সমৃদ্ধ করতে পারেন। সে সাহায্য করাই নিয়মকানুনগুলোর মূল উদ্দেশ্য। ইপ্রশ্ন কমিউনিটি আশা করে, এখানকার প্রতিটি সদস্য নিজেদের সততা, শালীনতা ও সম্মানবোধ বজায় রেখে নিয়মকানুনগুলো যথাযথভাবে মেনে চলবেন।

ইপ্রশ্নের নীতিমালাগুলো কে বুঝা ও মনে রাখার সুবিধার্থে দুই ভাগে ভাগ করা হয়েছে। যতদিন এই কমিউনিটিতে যুক্ত থাকবেন ততদিন ইপ্রশ্নের নীতিমালা গুলোকে মেনে চলবেন। নিচে বিস্তারিতভাবে ব্যাপারগুলো আলোচনা করা হল।

Like এই ভাল কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে

১। সকল ক্ষেত্রে (অর্থাৎ প্রশ্ন, উত্তর, মন্তব্য, মেসেজ আদান প্রদান ইত্যাদি) সবসময় অবশ্যই বাংলা ভাষায় বাংলা বর্ণমালা ব্যবহার করে লিখতে হবে। বাংলা ছাড়া অন্য ভাষায় লেখালেখি করলে, প্রশাসকবৃন্দ প্রশ্নটিকে মুছে দেবেন। সদস্যরা সেই উত্তরে বা মন্তব্যে আনলাইক ভোটও দিতে পারেন।

২। দয়া করে বাংলা সদস্যনাম ব্যবহার করুন। যেহেতু আমাদের পরিচয় বাঙালি, সেহেতু আমরা বাংলা নামই ব্যবহার করতে উৎসাহী হব।

৩। এই ইপ্রশ্ন ডটকম কমিউনিটিকে নিরাপদ, আনন্দময় ও নির্বিশেষে সহজে সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলায় দৃড় অঙ্গীকার বদ্ধ। যে কোন সদস্যই আপত্তিকর কোন প্রশ্ন, উত্তর বা মন্তব্য চিহ্নিত করে পোস্টের নিচের "সতর্ক কর!" বাটনটি ক্লিক করে দ্রুত আমাদের জানিয়ে দিন।

৪। ইপ্রশ্ন ডটকম একটি প্রশ্ন ও উত্তর দেওয়া মূলক অনলাইন কমিউনিটি, যেখানে সদস্যরা নিজেদের কৌতুহল মেটানোর জন্য নিজেরা প্রশ্ন করেন, আবার অন্যদের কৌতুহল মেটাবার উদ্দেশ্য অন্যদের প্রশ্নে উত্তর দেন। কারও প্রশ্নে উত্তর দেবার সময় চেষ্টা করুন আপনি নিজে যতটুকু জানেন তার পুরোটাই জানিয়ে দিতে।

৫। এখানে বিভিন্ন মতের সদস্য রয়েছেন। প্রত্যেকের ব্যক্তিসত্ত্বা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যত্নবান হওয়া এবং অপর সদস্যের প্রতি যথাযথ ভদ্রতা ও শ্রদ্ধা দেখানো সদস্য হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব।

৬। ভাল কিছু দেখলে তাতে ভোট দিন। আপত্তিকর কিছু দেখলে আনলাইক ভোট দিন কিংবা সতর্ক করুন।

৭। দয়া করে যেকোন উত্তর দেয়ার সময় আপনার উত্তরের গ্রহনযোগ্যতা বাড়াবার জন্য তথ্যসূত্র উল্লেখ করতে চেষ্টা করুন। তথ্যসূত্রের সংযোজন আপনার উত্তরকে যথার্থ ও বিশ্বাসযোগ্য করতে সাহায্য করে।

৮। প্রশ্নগুলো স্পষ্টভাবে জিজ্ঞাসা করুন, যাতে করে যে কোন সদস্য খুব সহজেই আপনার প্রশ্নটি বুঝে উত্তর দিতে পারে। স্পষ্ট উত্তর পেতে তাই স্পষ্ট করে প্রশ্ন করুন। প্রশ্ন, উত্তর ও মন্তব্যে অযথা বা অসংলগ্ন কথাবার্তা কিংবা বানান ভুলের ব্যাপারে সচেষ্ট হোন।

৯। শুধুমাত্র সঠিক বিভাগেই আপনার প্রশ্নটি করুন, যাতে আলোচনাগুলো সুন্দরভাবে সাজানো থাকে। এতে করে পরবর্তীতে আপনার মত একই প্রশ্নের উত্তর খুঁজতে আসা অন্য সদস্যদেরও উত্তর খুঁজে পেতে সুবিধা হবে।

১০। কোন প্রশ্ন করার আগে অবশ্যই খুঁজে দেখতে হবে যে ঐ একই প্রশ্ন আগেই কোন সদস্য জিজ্ঞাসা করেছেন কিনা, কিংবা ইতিমধ্যেই ঐ প্রশ্নের উত্তর রয়েছে কিনা। যদি একই প্রশ্ন বা প্রশ্নের উত্তর আগে থেকেই থেকে থাকে তবে, পুনরায় প্রশ্ন করার দরকার নেই। সেক্ষেত্রে একই রকম একাধিক প্রশ্ন দেখা গেলে সকল ডুপ্লিকেট প্রশ্ন মুছে দেয়া হবে।

১১। ইপ্রশ্ন ডটকম এ আপনার যেকোন লেখার সকল দায়-দায়িত্ব আপনার নিজের। তবে, লেখা প্রকাশিত হওয়ার পর তা রাখা বা মুছে ফেলার ক্ষমতা প্রশাসন বোর্ডের রয়েছে। ওয়েবসাইট কর্তৃপক্ষ, প্রশাসকগণ বা অন্য কেউ ইপ্রশ্ন ডটকম এ প্রকাশিত আপনার লেখা সম্পর্কিত কোন ধরনের দায়-দায়িত্ব বহন করবে না।

১২। ইপ্রশ্ন ডটকম কমিউনিটিতে সদস্য হওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে ইপ্রশ্ন থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি, ঘোষণা ইত্যাদি ইমেইল যোগে পেতে আপনার আপত্তি নেই। তবে আপনি যে কোন সময় আপনার অ্যাকাউন্ট পাতা থেকে এসব বিজ্ঞপ্তি, ঘোষণা ইত্যাদি বন্ধ করতে পারবেন।

১৩। ইপ্রশ্ন ডটকম এ ব্যক্তিগত বার্তা সুবিধাটি সদস্যদের নিজেদের মধ্যে ব্যক্তিগত বার্তা লেনদেনের জন্য প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্রের মত বার্তা ব্যবহারেও তাই সদস্যের যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।


Dislike এই খারাপ কাজগুলো আপনাকে অবশ্যই পরিহার করতে হবে

১৪। সাধারণ মানুষের জন্য গ্রহনযোগ্য নয় এমন কিছু লেখা উচিৎ না। বিশেষ কোন ব্যাক্তি, জাতি বা গোষ্ঠিকে আঘাত করে বা উষ্কানিমূলক কিছু লেখা যাবে না। ইপ্রশ্ন ডটকম এ নিবন্ধন করার জন্য কোন নির্দিষ্ট বয়সসীমা নেই। যে কোন বয়সের যে কেউই ই প্রশ্ন এর সদস্য হতে পারে। তাই খেয়াল রাখবেন যেন আপনার লেখা অবশ্যই সব বয়সী মানুষের পড়ার উপযোগি হয়। অশ্লীল বা অশালীন কোন লেখা, ছবি, লিংক বা অন্যকিছু পোস্ট করা যাবে না।

১৫। একজন সদস্য কোন অবস্থাতেই একাধিক সদস্যনাম ব্যবহার করতে পারবেনা। কোন ব্যক্তি একাধিক সদস্যনাম ব্যবহার করে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি করলে বা একাধিক সদস্যনাম ব্যবহার করে নিজের লেখায় অবৈধভাবে ভোট দিলে - তার বিরুদ্ধে প্রশাসকগণ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।

১৬। কোন অবস্থাতেই নিম্নে বর্ণিত সদস্যনামগুলো নিজের জন্য নেয়া যাবেনা। এসব সদস্যনাম পরবর্তীতে প্রশাসকগণ কোন কারণ না দর্শিয়েই মুছে দেবেন।


ক। ইপ্রশ্ন এর প্রশাসন বা কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টতা বোঝাতে পারে এমন কোন সদস্যনাম ব্যবহার করা যাবে না। যেমনঃ - অ্যাডমিন, প্রশাসক, সমন্বয়কারী, রুট ইত্যাদি।
খ। মানুষের ধর্মীয় অনুভুতিকে আঘাত করে এরকম নাম দেয়া যাবে না (যেমনঃ আল্লাহ, ফেরেশতা, শয়তান, ভগবান, ঈশ্বর ইত্যাদি)
গ। অশ্লীল কোন নাম বা কোন অশ্লীল অর্থ বহন করে বা অশ্লীল কিছু ইঙ্গিত করে এরকম নাম নেয়া যাবে না।

১৭। শুধুমাত্র 'সহমত', 'ধন্যবাদ' ইত্যাদি লিখে কিংবা 'স্মাইলি' চিহ্ন দিয়ে কোন প্রশ্ন, উত্তর করা যাবে না। প্রতিটি প্রশ্ন, উত্তর বা মন্তব্য অবশ্যই নূন্যতম গ্রহনযোগ্য লেখা থাকতে হবে।

১৮। কোন ব্যক্তিগত বার্তা প্রেরকের পূর্বানুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত বার্তায় কাউকে হয়রানি করা যাবে না কিংবা অবৈধ কোন কিছু আদান-প্রদান করা যাবে না।

১৯। ইপ্রশ্ন ডটকম এ একাউন্ট খুললে তা আর ডিলেট করতে পারবেন না।

২০। এখানে অন্য সাইটে প্রকাশিত নিজের কোন লেখা বা নিজের ওয়েবসাইটের প্রচার বা প্রসার করা যাবেনা। ইপ্রশ্ন ডটকম এর মূল উদ্দেশ্য জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণ করা। এটি কোন বেচাকেনা কিংবা বাণিজ্যিক কেন্দ্র নয়। তাছাড়া লেখার সাথে অসংগতিপূর্ণ কোন লিংক বা বিজ্ঞাপন উল্লেখ করা যাবেনা, যার সাথে ব্যক্তিস্বার্থ বা আর্থিকস্বার্থ জড়িয়ে আছে। তবে আপনি যদি কোন বিষয়ে পারদর্শী হয়ে থাকেন, কিংবা কোন বিষয়ে যদি আপনার শখ থেকে থাকে বা কোন বিষয়ে যদি আপনার পেশাগত দক্ষতা থেকে থাকে, তবে সে বিষয়ক যেকোন প্রশ্ন, উত্তর বা মন্তব্যে বিস্তারিত তথ্যের জন্য ভাল ও তথ্য সমৃদ্ধ যে কোন ওয়েবসাইট লিংক (সেটা আপনার নিজের ওয়েবসাইটও হতে পারে) আপনি উল্লেখ করতে পারবেন।

২১। অন্য কোন সদস্যের লেখা বা লেখার অংশবিশেষ কেবল কপি-পেস্ট করে দেয়া যাবেনা। সদস্যকে যথার্থ কৃতিত্ব দিয়ে বা অনুমতি নিয়ে লেখাটি বা লেখার অংশ বিশেষ দিতে হবে। তাছাড়া তথ্যসূত্র উল্লেখ না করে অন্যকোন ওয়েবসাইটের লেখা বা লেখার অংশ বিশেষ কপি-পেস্ট করে দেয়া যাবেনা। তথ্যসূত্র হিসেবে অবশ্যই ওয়েবসাইটটির লিংক উল্লেখ করতে হবে। তবে কোন অবস্থাতেই ইপ্রশ্ন ডটকম এ বিশৃংখলা বা বিদ্বেষ সৃষ্টি হতে পারে কিংবা ভাইরাস বা ক্ষতিকারক প্রোগ্রাম রয়েছে, এমন কোন ওয়েবসাইটের লিংক দেয়া যাবেনা।

২২। ইপ্রশ্ন এর সদস্য হিসেবে আপনাকে অবশ্যই সততার পরিচয় দিতে হবে। এমনভাবে কোন উত্তর বা মন্তব্য করবেন না যাতে করে তা কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।


উপরোক্ত নিয়মাবলী অমান্য করলে বা অন্য কোনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করলে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীর (বা সৃষ্টিকারীদের) বিরুদ্ধে ইপ্রশ্ন ডটকম এর প্রশাসন বোর্ড প্রয়োজনমত নিম্মবর্ণিত এক বা একাধিক ব্যবস্থা নিবেন।

ওয়ার্নিং বা সতর্কতা পাঠানো।
সাময়িকভাবে বা স্থায়ীভাবে নিষিদ্ধ করা।
ইমেইল/আইপি নিষিদ্ধ করা।
প্রশ্ন/উত্তর/মন্তব্য/সদস্যনাম/পয়েন্ট বা সংশ্লিষ্ট বিষয়টি পুরোপুরি বা আংশিক পরিবর্তন বা পরিবর্ধন করা।
সংশ্লিষ্ট প্রশ্ন/উত্তর/মন্তব্য/সদস্যনাম/পয়েন্ট ইত্যাদি বন্ধ করা বা মুছে ফেলা।
যুক্তিসংগত অন্য যে কোন ব্যবস্থা নেয়া।

অ্যাকাউন্ট বাধাগ্রস্থ হলে নীতিমালা মেনে নেয়া এবং নতুন করে প্রশ্ন উত্তর করার পূর্বে নীতিমালা লঙ্ঘিত সকল প্রশ্ন উত্তর লুকিয়ে ফেলার প্রতিশ্রুতি দিলে অ্যাকাউন্ট খুলে দেয়া হবে। অ্যাকাউন্ট খুলতে আমাকে ব্যবহার করুন।

187 টি প্রশ্ন

265 টি উত্তর

119 টি মন্তব্য

453 জন সদস্য


ইপ্রশ্ন ডটকম হল মাতৃভাষায় সহজে সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম। যেখানে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কৌতুহল মূলক অজানা প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর খুজে পাওয়ার পাশাপাশি অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করে, নির্বিশেষে সহজে সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলায় দৃড় অঙ্গীকার বদ্ধ।

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

সাধারণ জ্ঞান কোন দেশ কে ক্যান্সার বলা হয় ভিটামিন নামের অর্থ তুলসী পাতা খাওয়ার উপকারিতা বিকাশ ইন্টারনেট অফার ওয়েবসাইট প্রাকৃতিক সৌন্দর্য . chatgpt বাংলাদেশ কয়টি জেলা অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায় ইন্টারনেট মেয়ের নাম openai মেয়েদের ইসলামিক নাম download speed মোটা হওয়ার উপায় বাংলাদেশে গ্রাম কতটি facebook সফটওয়্যার পাসপোর্ট ফেসবুক অ্যাপ বিদায়ী অনুষ্ঠান এমবি ভর্তি তথ্য টাকা পাঠানো সিলিং ফ্যান সাবমারসিবল পাম্প ভালোবাসা chatgpt কি? ai স্বাস্থ্য ভালো রাখার টিপস শরীর এবং স্বাস্থ্য ভালো রাখার উপায় ভাষা হিন্দি সাইন্স ফিকশন চোখের পাতা কাঁপা অনলাইন টাকা ইনকাম করার উপায় প্রশ্ন ও উত্তর দিয়ে টাকা ইনকাম করুন কলেজের বিদায়ী বক্তব্য স্কুলের বিদায়ী বক্তব্য বিদায়ী অনুষ্ঠানের বক্তব্য বিদায়ী বক্তব্য কাবা শরীফ রবি এমবি চেক করার কোড রবিতে এমবি দেখে কিভাবে রবি এমবি অফার শিশুর ইসলামিক নাম
1 জন অনলাইনে আছে
0 জন সদস্য 1 জন অতিথি
আজকের ভিজিটরঃ 91
গতকালকেঃ 493
মোট ভিজিটরঃ 1403425

বিঃ দ্রঃ ইপ্রশ্ন তে প্রকাশিত সকল প্রশ্ন, উত্তরের দায়ভার একান্তই ব্যবহারকারীর নিজের।

...