AMBULANCE / "অ্যাম্বুলেন্স " উল্টো করে লিখা হয় কেন?
সবারই কম বেশি এই প্রশ্নটা মাথায় আসে কিন্তু সঠিক ব্যাখ্যা অনেকেই বুঝে উঠতে পারি না আমারও এই প্রশ্ন ঘুরপার খেত। যাই হোক মূলকথায় আসি,
আমরা জানি যে পদার্থবিজ্ঞানে আলোর প্রতিবিম্ব দর্পনের প্রকৃতির উপর নির্ভরশীল এবং প্রতিবিম্ব গঠনের জন্য প্রতিফলন আবশ্যক।
সাধারণত রাস্তায় গাড়ির দর্পন হিসাবে অবতল দর্পন ব্যবহৃত হয় এবং প্রতিবিম্ব উল্টো করে গাড়ির আয়নায় দেখা যায়।
অ্যাম্বুলেন্স / Ambulance যখন রাস্তায় চলে তখন জরুরীভিত্তিতে হাসপাতালে পৌঁছানোর জন্য অন্যান্য গাড়িগুলো খুব সহজেই রাস্তা ক্লিয়ার করে দেয় আর ড্রাইভার যাতে সহজেই বুঝতে পারে তার আশেপাশে অ্যাম্বুলেন্স / Ambulance আছে, তাই এর সামনে উল্টো করে AMBULANCE লিখা থাকে ফলে অন্যান্য ড্রাইভাররা তাদের গাড়ির আয়নায় পড়তে পারে এবং দ্রুত যাতায়াতের সুযোগ করে দেয়।
এই হলো অ্যাম্বুলেন্স / Ambulance এর উল্টো লেখার রহস্য।