ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে শুধু ফোন আনলকই নয়, বরং আরো বেশ কিছু মজার কাজ করা যায়। যেমন সেলফি তোলার সময় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের এক্টিভিটি পারমিশন দিয়ে রাখলে আপনাকে শুধু সেন্সরে টাচ করতে হবে। তাহলেই ছবি উঠে যাবে। এছাড়াও অ্যাপ লক, পার্সোনাল ইনফরমেশন লক, এবং ফোনে ইমেইল লগ-ইন করার সময় আপনাকে কষ্ট করে আর ফোনে প্যাটার্ন/পাসওয়ার্ড দিতে হবে না। শুধু সেন্সরে নির্দিষ্ট আঙ্গুল টাচ করলেই কজ হয়ে যাবে। আরো বিস্তারিত জানতে কমেন্ট করুন