প্রশ্ন ও উত্তর দিয়ে জিতে নিন পুরষ্কার, বিস্তারিত জানতে এখানে দেখুন!
541 জন দেখেছেন
Suman Mondal "বিজ্ঞান ও প্রযুক্তি" বিভাগে করেছেন (28 পয়েন্ট)
ঘন ঘন সেইভ করলে দাঁড়ি গজায় এই কথার কি কোন ভিত্তি আছে?

1 উত্তর

+3 টি ভোট
Shariful করেছেন (37 পয়েন্ট)

বর্তমান দিনে দাড়ি রাখা একটা ফ্যাশন হয়ে গিয়েছে। কিন্তু বেশিরভাগ পুরুষের সমস্যা একটাই- দাড়িতে কম চুল বা চুল গজায় না। সেইসময় পুরুষরা বারবার শেভ করতে শুরু করে। এর ফলে আদৌ কি দাড়ি ঘন হয়? আসুন জেনে নিই

image

ঘন ঘন শেভ করার সাথে সত্যিকার অর্থে গোঁফ বা দাড়ি ঘন হওয়ার কোন সম্পর্কই নেই। পুরো ব্যাপারটাই একটা মিথ্যা বলা চলে যা কিনা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কারো কারো দাড়ি না গজানোর কারনটা হরমোনাল ইমব্যালান্স এর কারনে হয়ে থাকে। এর পেছনে বংশগতিরও কিছুটা প্রভাব থাকে।

প্রতিদিন শেভ করলে যে সমস্যা হতে পারে –

প্রতিদিন শেভ করলে যে সমস্যা হতে পারে –

১। সিউডোফলিকুলাইটিস বারবি- এখানে প্রতিদিন শেভ করার কারণে চুলের বেড়ে উঠার দিক বদলে যায়। তাই চামড়ার ভেতরে ভেতরে চুলের কিছুটা অংশ থেকে যায়। ফলে আমাদের শরীর এটাকে দেহের বাইরের জিনিস হিসেবে চেনে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে নানা রকম প্রদাহ দেখা দেয়। যত বেশি প্রদাহ তত দ্রুত চেহারায় বয়সের ছাপ পরবে।

২। রেজর বার্ন- খুব চাপ দিয়ে অথবা খুব দ্রুত শেভ করলে অথবা প্রতিদিন শেভ করলে পুড়ে যাওয়ার মত লক্ষণ দেখা দিতে পারে। যেমন লাল হয়ে যাওয়া, ব্যথা, জ্বালা করা ইত্যাদি। কিছু শেভিং উপাদান থেকেও এগুলো হতে পারে।

image

৩। ঘন দাঁড়ি সম্পর্কিত সমস্যাদি – এখানে আগেই বলে নিচ্ছি এটা প্রমাণিত যে প্রতিদিন শেভ করলে দাঁড়ি ঘন হয় না। কিন্তু যাদের জেনেটিক ভাবে বেশি দাঁড়ি হয় তাদের প্রতিদিন শেভ করতে গেলে নানা সমস্যা পোহানো স্বাভাবিক। দাঁড়ি নরম করতে যে ক্রিম ব্যবহার করা হয় সেগুলো ত্বকের উপরের স্তরের চর্বি উপাদান গুলো সরিয়ে দেয়। তাই চামড়া শুকিয়ে যায়।

কিন্তু পরিশেষে এটা অস্বীকার করার কিছু নেই যে শেভ করা আমাদের অনেক চর্মরোগ থেকে দূরে রাখে। যেমন- একনি, ফলিকুলাইটিস ইত্যাদি।

তাই উচিত হবে প্রতিদিন শেভ না করে চামড়ার ধরন বুঝে উপযুক্ত রেজার দিয়ে কিছুদিন সময় পর পর শেভ করা যাতে করে এই সময়টাতে চামড়া প্রদাহ কাটিয়ে উঠতে পারে।

Nazim uddin করেছেন (72 পয়েন্ট)
ছোটবেলা থেকেই জেনে আসছি ঘন ঘন শেভ করলে দাড়ি গজায়। এবং ছোট থেকেই ব্যার্থ চেষ্টা করে যাচ্ছি কিন্তু দাড়ি আর উঠে না।

সম্পর্কিত প্রশ্নসমূহ

2 টি উত্তর
2 টি উত্তর
23 জুন "সাধারণ জ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন hasibul islam (1,010 পয়েন্ট)

187 টি প্রশ্ন

265 টি উত্তর

119 টি মন্তব্য

453 জন সদস্য


ইপ্রশ্ন ডটকম হল মাতৃভাষায় সহজে সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম। যেখানে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কৌতুহল মূলক অজানা প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর খুজে পাওয়ার পাশাপাশি অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করে, নির্বিশেষে সহজে সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলায় দৃড় অঙ্গীকার বদ্ধ।

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

সাধারণ জ্ঞান কোন দেশ কে ক্যান্সার বলা হয় ভিটামিন নামের অর্থ তুলসী পাতা খাওয়ার উপকারিতা বিকাশ ইন্টারনেট অফার ওয়েবসাইট প্রাকৃতিক সৌন্দর্য . chatgpt বাংলাদেশ কয়টি জেলা অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায় ইন্টারনেট মেয়ের নাম openai মেয়েদের ইসলামিক নাম download speed মোটা হওয়ার উপায় বাংলাদেশে গ্রাম কতটি facebook সফটওয়্যার পাসপোর্ট ফেসবুক অ্যাপ বিদায়ী অনুষ্ঠান এমবি ভর্তি তথ্য টাকা পাঠানো সিলিং ফ্যান সাবমারসিবল পাম্প ভালোবাসা chatgpt কি? ai স্বাস্থ্য ভালো রাখার টিপস শরীর এবং স্বাস্থ্য ভালো রাখার উপায় ভাষা হিন্দি সাইন্স ফিকশন চোখের পাতা কাঁপা অনলাইন টাকা ইনকাম করার উপায় প্রশ্ন ও উত্তর দিয়ে টাকা ইনকাম করুন কলেজের বিদায়ী বক্তব্য স্কুলের বিদায়ী বক্তব্য বিদায়ী অনুষ্ঠানের বক্তব্য বিদায়ী বক্তব্য কাবা শরীফ রবি এমবি চেক করার কোড রবিতে এমবি দেখে কিভাবে রবি এমবি অফার শিশুর ইসলামিক নাম
1 জন অনলাইনে আছে
0 জন সদস্য 1 জন অতিথি
আজকের ভিজিটরঃ 491
গতকালকেঃ 578
মোট ভিজিটরঃ 1403332

বিঃ দ্রঃ ইপ্রশ্ন তে প্রকাশিত সকল প্রশ্ন, উত্তরের দায়ভার একান্তই ব্যবহারকারীর নিজের।

...