বর্তমানে ওয়েবসাইটের এডমিনদের জন্য একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ফেসবুকে ডোমেইন ব্লক কিন্তু যদি আগে থেকে ফেসবুকে ডোমেইন ভেরিফাই করা থাকে থাহলে আর ব্লক হওয়ার সম্ভাবনা থাকেনা তাই আজ আমরা জানবো কিভাবে ফেসবুকে ডোমেইন ভেরিফাই করতে হয়?
যদিও ডোমেইন ব্লক করার পিছনে কিছু কারন রয়েছে কিন্তু কখনো কখনো সেই কারন গুলো ছাড়াও ফেসবুক কতৃপক্ষ ডোমেইন ব্লক করে দিচ্ছে।যার কারনে ফেসবুকে ওয়েবসাইটের URL বা ডোমেইন নেম সেয়ার করা যাচ্ছেনা।
যার ফলে সোস্যাল মিডিয়া থেকে যে ভিজিটর গুলো ওয়েবসাইটে আসতো সেটা আর হচ্ছেনা।আর ফেসবুকে ডোমেইন ব্লক করলে ইন্সটাগ্রামেও অটোমেটিক ব্লক হয়ে যায়।
তাহলে বুঝতেই পারছেন ডোমেইন ব্লক হলে সোস্যাল মিডিয়া থেকে আশা ভিজিটর কমে যাবে যার ফলে আপনার ইনকাম ও কমে যাবে।
ফেসবুকে ডোমেইন ব্লক কেন হয়?
ডোমেইন ব্লকের কারণ গুলো নিয়ে তুলে ধরা হলোঃ
-
ফেসবুকে নিজের ওয়েবসাইটের লিংক বেশি সেয়ার করলে,
-
ফেসবুক কমিনিউটি গাইডলাইন পরিপন্থী কোন কাজ করলে,
-
স্পামিং করলে,
-
রাজনৈতিক অপপ্রচার অথবা কাউকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো তথ্য সেয়ার করলে,
-
ডোমেইন এর বিরুদ্ধে কেও রিপোর্ট করলে,
-
ওয়েবসাইটে ইলিগ্যাল কিছু থাকলে (ফেসবুক হ্যাকিং রিলেটেড পোস্ট, ১৮+, কপিরাইট ইত্যাদি),
-
ওয়েবসাইটে ম্যালওয়্যার যুক্ত থিম বা স্ক্রিপ্ট ব্যাবহার করলে,
-
ক্রিপ্টো অনলাইন মানি,গ্যাম্বলিং,ডেটিং নিয়ে সাইটের লিংক ফেসবুকে সেয়ার করলে,
-
মিথ্যা কোনো তথ্য সত্য বলে বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে প্রচার বা প্রসার করলে,
-
সমাজ রাষ্ট্র বা কোন ধর্মকে আঘাত করে কোন তথ্য দিয়ে সেটি ফেসবুকে শেয়ার করলে।
অনেক সময় দেখা যায় ডোমেইন কেনার আগেই ব্লক হয়ে আছে তারমানে হচ্ছে ডোমেইন টি আগে কোথাও ব্যাবহার হয়েছে তখনা স্পামিং এর কারনে হয়তো ফেসবুক ডোমেইন টি ব্লক করে দিয়েছে।
ফেসবুকে ডোমেইন ভেরিফাই / আনব্লক করতে এই লেখাটি পড়ুন।