মুলত ব্লু ভেরিফাই হওয়ার জন্য ৩টি জিনিসকে প্রধান্য দেওয়া হয়ে থাকেঃ
১।গুগল নলেজ প্যানেল (এটা ওটোমেটিক তৈরি হয় গুগলে,যখন মানুষ আপনাকে নিয়ে সার্চ করে,বা অন্য কোনো প্লার্টফমে আপনি জনপ্রিয়,তখন নলেজ প্যানেল সরাসরি হয়ে যায়)
দেখুন Sakib Al Hasan লিখে গুগলে Search করার পর সাকিবের নলেজ প্যানেল চলে এসেছে।
২।নিজস্ব ওয়েব সাইট থাকা চাই আপনার নামে।
৩।আপনার নামে নিউজ করা চাই বিভিন্ন টপ রেকিং ওয়েবসাইটে ইংরেজিতে।
২. ডিস্ট্রিবিউটর খরচঃ
এরা হলো এমন মাধ্যম যারা আপনার মিউজিককে বিভিন্ন প্লার্টফর্মে ছড়িয়ে দেয় বা আপলোড হতে সাহায্য করে। ইউটিউবে যেমন আপনি সরাসরি গান/ ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু বিভিন্ন মিউজিক প্লাটফর্মে গান আপলোড এর জন্য আপনাকে ডিস্ট্রিবিউটরের সহায়তা নিতে হবে।
৩.স্পটিফাই আর্টিস্ট ভেরিফাইঃ
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা পেলে বাকি গুলোও এটার রেফারেন্সে ভেরিফাই করা যায়, যেমনঃ apple music,amazon,youtube artist channel ইত্যাদি।
৪.অনলাইন নিউজ পোর্টালে আপনার নামে নিউজ থাকতে হবেঃ
৫.গুগল নলেজ প্যানেল থাকতে হবেঃ
উপরের কাজগুলো করতে পারলে নলেজ প্যানেল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে সেটা ক্লেইম করতে হয়।
৬. আপনার নিজস্ব ওয়েবসাইটেঃ
আপনার সম্পকে আর্টিকেল/বায়োগ্রাফি থাকতে হবে
যেমন আপনি বাংলাদেশের একজন সফল মিউজিক আর্টিস্ট,উদ্দোক্তা, ইত্যাদি।
প্যানেল, নিউজ,মিউজিক ডিস্ট্রিবিউট, স্পটিফাই ভেরিফাইড,এগুলা কিভাবে করবেন এবং কিছু প্